মোঃ রবিউল হোসেন খান : খুলনা:
সংবাদপত্র সমাজের দর্পন সমাজের চেহারা।সাংবাদিকদের দায়িত্ব বেশি।বস্ত নিষ্ঠ সংবাদ দেশ জাতি ও সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।তিনি আরো বলেন,সাংবাদিকদের সঠিক তথ্য জনগনের সামনে তুলে ধরতে হবে।তাহলে জবাব দিহির জায়গা তৈরি হবে।তিনি তথ্য প্রযুক্তির পরিবর্তনের যুগে ঘন ঘন প্রশিক্ষণের বিকল্প নেই বলে জানান। তিনি আজ বিকাল ৩ টায় খুলনা সার্কিট হাউজ সন্মেলন কক্ষে খুলনা জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক তিন দিনব্যাপি বয়ান প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি র বক্তব্য এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) মহা পরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, দেশে বস্তনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গনতন্ত্র টিকে থাকত।কিন্তু গত ১৫ বছরে সেটা ছিল না।সাংবাদিকতার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে।
বস্তনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গনতন্ত্রকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, গত ১৫ বছর সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল। যার কারনে দেশের পরিস্থিতি আমরা জানতে পারিনি। যদি সঠিক সাংবাদিকতা থাকতো, জবাব দিহি জায়গা থাকতো তাহলে দেশে গনতন্ত্র থাকতো।কিন্তু দেশের অন্যান্য স্তম্বেরমত গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতি বাজরা গ্রাস করেছিল। তারা ক্ষমতাধরদের সাথে দেশের বিরুদ্ধে দাড়িয়ে ছিল।
১৯৭১ সালের ৯ মাসের মুক্তি্যুদ্ধে ৪ জন সাংবাদিক শহীদ হয়েছিলেন।আর আগষ্টের প্রথম ৪ দিনে ৫ জন সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছেন ৩০ সাংবাদিক,দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা নির্যাতন চালানো হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক মো: শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। প্রশিক্ষণে খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।