সরিষাবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: 3 days ago

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। “প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার-দেশ হবে জনতার” -এই স্লোগানকে বুকে ধারণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে বেলা ১২টায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রিয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এর আগে সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ২০২৫ ইং সালের 2জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আঃ আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সবুজ মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম, মিনহাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

 
error: Content is protected !!