সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের উদ্যেগে জেলা পুলিশ সুপার এর সাথে সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

লেখক:
প্রকাশ: 4 weeks ago

শেখ ইকরামুল হক  (কলারোয়া প্রতিনিধি):

সোমবার (২৫শে নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া জিকে এম,কে সরকারি পাইলট হাই স্কুল মাঠে থানা অফিসার ইনচার্জ(ওসি) শামসুল আরফিন সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার (এস পি)মনিরুল ইসলাম। তিনি বক্তব্য বলেন আমরা সবাই একটি পরিবারের সন্তান, সবার সাথে সমান আচরণ করতে হবে, আমি আমার পুলিশদের কাছে জনসাধারণের সাথে ভালো ব্যবহারের প্রত্যাশা করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ সজিব খান, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান(পিপিএম)।সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া শাখার আমির সাবেক ইউপি চেয়ারম্যান মা:কামারুজ্জামান, উপজেলা বিএনপি র সিনিয়র সহ-সভাপতি  অধ্যক্ষ রউজ উদ্দিন, থানা মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্নআহব্বয়ক সালাউদ্দিন পারভেজ, বিএনপি নেতা ইয়াসিন, বাজার ব্যবসায়ী কমিটির মীর রফিক, জামায়াতে ইসলামী কলারোয়া পৌর শাখার আমির ইউনুস  আলী বাবু, পৌর বিএনপির সভাপতি শরিফুজ্জামান তুহিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীজন ,সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ী , মসজিদের ইমাম সাহেব প্রমুখ।

 
error: Content is protected !!