খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ
ভোলা -২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আলী আজম মুকুল। তার বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজি ও ভোলা সদর থানায় সহিংসতার একাধিক মামলা রয়েছে।
এদিকে আলী আজম মুকুলের গ্রেফতারের খবরে তাৎক্ষণিক মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলা বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়রা।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।