মোঃ রবিউল হোসেন খান : খুলনা:
সিপাহি জনতা ক্যান্টনমেন্টের বন্দি দশা থেকে মুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের সপ্নদ্রস্টা।আজ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।১৯৭৫ সালের এই দিনে আধিপত্য বাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় সাধীনতা, সার্বভৌমত্ত্ব ও গনতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি জনতা কাধে কাধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো।তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে সদ্য অর্জিত বাংলাদেশের সাধীনতা।খুলনা মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা আজ সকাল ১১ টায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি উদ্যোগে কেডিএ ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবার কালে এ কথা বলেন। খুলনা মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক অনন্য ঐতিহাসিক তাৎপর্য মন্ডিত দিন। সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ,একনায়কতন্ত্র,এক দলীয় শাসন সহ জনজীবনের বিশৃঙ্খলা সহ তখনকার বিরাজমান নৈরাজ্যর অবসান ঘটে।একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।এ সময় বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু।এ সময় অন্যান্যদের মধ্যে খুলনা মহানগর বিএনপি নেতা স,ম আব্দুর রহমান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা,রেহানা ঈসা, মিজানুর রহমান মিল্টন, মো: টিপু,কাজী মাহমুদ আলী,আবুল কালাম জিয়া,চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,শেখ সাদী,বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ শাহিনুল ইসলাম পাখি, মো: জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট শেখ মোঃ মারুফ আহমেদ, যুবনেতা খায়রুজ্জামান শামিম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে মহানগর বিএনপি ও সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এদিকে মহানগর বিএনপি পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি কর্মসুচি ঘোষণা করা হয়। কর্মসুচির মধ্যে আজ সকাল ১১ টায় মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৮ নভেম্বর দুপুর ২ টায় নগরীর শিববাড়ি মোড়ে জমায়েত ও জমায়েত শেষে জিয়া হল চত্বর থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়ে রয়েল মোড় হয়ে দলীয় কার্যালয় গিয়ে শেষ হবে, ৯ নভেম্বর নগরীর হাদিস পার্কে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ। সমাবেশ থেকে ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন। সমাবেশ শেষে সন্ধা ৬ টায় জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।