৫ নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে জমকালো নাইট ফাইনার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 3 weeks ago

 

জহুরুল ইসলাম জপি ( শেরপুর জেলা প্রতিনিধি)

শেরপুর পৌরসভা (৫)নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনের জমকালো নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী ডাক্তার সেকান্দর আলী কলেজ মাঠে আজ (৩)ডিসেম্বর মঙ্গলবার রাত (৮) সময় এই খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ শওকত হোসেন, সাবেক সহ সভাপতি ও সভাপতি শেরপুর জেলা শ্রমিক দল, উদ্ধোধক এবিএম মামুনুর রশিদ পলাশ সভাপতি শহর বিএনপি শেরপুর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম চাঁন সভাপতি জামিয়া সিদ্দিকীয়া তেরা বাজার মাদ্রাসা, মোঃ আমজাদ হোসেন বাবু বিশিষ্ট শিল্পপতি, মোঃ ফশিউল ইসলাম সুজন শহর বিএনপি, মোঃ সাইদুল তালুকদার সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক জেলা বিএনপি, মোঃ শফিকল ইসলাম গোল্ডেন সভাপতি শেরপুর জেলা কৃষক দল,মামুন অর রশিদ সাধারণ সম্পাদক জেলা সেচ্ছাসেবক দল, সভাপতিত্বে মোঃ নছিম উদ্দিন নছি সাধারণ সম্পাদক (৫) নং ওয়ার্ড বিএনপি,

এছাড়াও উপস্থিত ছিলেন খেলা আয়োজন কমিটির সদস্যগণ স্থানীয় খেলাপ্রেমী দর্শ এবং বিশিষ্ট অতিথিরা। আজকের খেলায় মুখোমুখি হবে

(৫) ওয়াড বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মোঃ নছি উদ্দিন নছি বলেন ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল আরো বলেন এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ ক্রীড়া চর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদকমুক্ত জীবনের দিকে পরিচালিত করার প্রয়াস নেওয়া হয়েছে।

 
error: Content is protected !!