জাবিতে প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 4 weeks ago

জাবিতে প্রাণরসায়ন ছাত্র সংসদের ভিপি বনি আমিন, জিএস ইমন
জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মো. বনি আমিন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ইমন হোসাইন নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ২২ নভেম্বর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক বোরহান উদ্দিন।

নির্বাচনে দ্বিতীয় সহ-সভাপতি পদে মুনতাসীর রহমান মণিকা, প্রথম যুগ্ম সম্পাদক পদে মো. আবদুল্লাহ হেল কাফি, দ্বিতীয় যুগ্ম সম্পাদক পদে এ এম অনুকন, সাংগঠনিক সম্পাদক পদে লামিয়া তাবাসসুম পূর্ণতা, সহ-কোষাধ্যক্ষ পদে অলিউল্লাহ, দপ্তর সম্পাদক পদে সুলতানুল মুল্ক শুভ এবং আইটি সম্পাদক পদে আরাফাত জাহান আশা নির্বাচিত হয়েছেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে রাতুল হাসান, জনসংযোগ সম্পাদক পদে মো. মাহে আলম, কর্পোরেট নেটওয়ার্ক সেক্রেটারি পদে আবু রাইহান, কনফারেন্স সেক্রেটারি পদে মো. সারওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ ফাহিম, তথ্য ও প্রচার সম্পাদক পদে সালমান হাসান, ক্রীড়া সম্পাদক পদে মো. সায়েম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মাহফুজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সিনিয়র কার্যকরী সদস্য পদে হিসেবে এ এম শাহরিয়ার বিন ফারুক, মো. রহমান সিয়াম এবং কার্যকরী সদস্য পদে তানভীর হাসান ইমন, আয়েশা রহমান আশা, ফারহান সাদিক সৌরভ, ইব্রাহিম খলিল, মো মাহিম খান নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. বনি আমিন বলেন, ‘আমরা সবাই যোগ্য প্রার্থী ছিলাম। তবে যেহেতু সাংগঠনিকভাবে একজনকে দায়িত্ব নিতে হয়, তাই এই নির্বাচন প্রক্রিয়া। আমরা সবাই একই পরিবারের অংশ হিসেবে যার যার দায়িত্বে অটল থাকবো। সর্বোপরি এমন সুষ্ঠু নির্বাচন অন্য সকলের জন্য মাইলফলক হয়ে থাকবে।’

#………
হাবিবুর রহমান সাগর
০১৭৬২১৫৯৮৬৭

 
error: Content is protected !!