জাবি অফিসার সমিতির সভাপতিসহ চারজনের বহিষ্কার প্রত্যাহারের দাবি

লেখক:
প্রকাশ: 5 months ago

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘জাবি অফিসার সমিতি’র সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আব্দুর রহমান বাবুলসহ ৪ কর্মকর্তা-কর্মচারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

  বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনের চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সাময়িক বহিষ্কৃত অন্যরা হলেন- নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। এর আগে, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনের রাস্তায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় তাদেরকে দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র ৪ কর্মকর্তা-কর্মচারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এর মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এসময়, জাবি কর্মচারী সমিতির সভাপতি মো. আব্দুর রহিম বলেন, “আফসানার মৃত্যুর মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। এরজন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। কিন্তু প্রশাসন তার নিজের দায় এড়ানোর জন্য আমাদের ৪জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছে। এতে প্রক্টোরিয়াল বডির ২ জন সদস্য দায়িত্বে থাকলেও তাদের কেন বরখাস্ত করা হলো না? এ প্রশাসন শিক্ষার্থীদের ওপর ভর করে ক্যাম্পাস চালাচ্ছে। কোন যৌক্তিক কারণ ছাড়াই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আমাদের ৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার করেছে। আমরা এ সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি

 
error: Content is protected !!