বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২, আহত ৫

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

আব্দুল হান্নান
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ নিহত ২ আহত ৫।

শনিবার (৭ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক জিতেন্দ্রনাথ সাহা (৫৫) সদর ইউনিয়নের ওমরপুর হাটুয়া এলাকার হরেন্দ্রনাথ সাহার ছেলে। অপরদিকে নিহত অটোরিকশার এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার নান্দী মধু এলাকার ওয়াদুদ (৪২), কল্পনা বেগম (৪০), জিহাদ (১০) এবং দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল। কালিকাপুর-রানা চত্বরের মাঝামাঝি গেলে বগুড়াগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও একজন যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সিএনজি চালকের লাশ থানায় রাখা হয়েছে। অপরজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ঘাতক বাসটি ঘটনার পর পালিয়ে গেছে।

 
error: Content is protected !!