নোবিপ্রবিতে “ক্যাম্পাস বিউটিফিকেশন” কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোবিপ্রবিতে সৌন্দর্য বর্ধনের যাবতীয় কার্যক্রম শুরু করেছে নোবিপ্রবি প্রশাসন। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে প্রায় সকল কর্মকান্ড জোরালোভাবে চলমান।

সৌন্দর্য বর্ধনের ভিতর অন্যতম একটি হলো “জুলাই বিপ্লবের স্মৃতি” গ্রাফিতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোর দেয়ালে তুলে ধরা। দৃষ্টিনন্দন এই গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছে জুলাইয়ের অনেক স্মৃতি বিজড়িত চিত্র। শুধু ভবনের দেয়ালেই নয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও এই চিত্রকর্ম চলমান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে নোবিপ্রবির গোলচত্বর এরিয়ায় বাহারি রঙের ফুলগাছ রোপন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব জায়গায় ফুলের চারা ইতিমধ্যে দৃশ্যমান। আজ অডিটোরিয়ামসহ গুরুত্বপূর্ণ সকল ভবনের আঙিনায় ফুলসহ বিভিন্ন গাছের টবে স্থাপন করা হয়েছে।

এই নিয়ে আমরা নোবিপ্রবির প্রো-ভিসি স্যারের সাথে কথা বললে তিনি জানান,“আমরা বিশ্ববিদ্যালয়ের বিউটিফিকেশনের অংশ হিসেবে নানান কর্মসূচী হাতে নিয়েছি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আমরা ক্যাম্পাসকে নতুনভাবে ভিন্ন আঙ্গিকে সাজাতে চাচ্ছি। আমাদের কর্মসূচীর অংশ হিসেবে এখনো সৌন্দর্য বর্ধনের কার্যক্রম চলমান। আমরা আশাকরি এটি ক্যাম্পাসের শোভা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার অভিযান চলমান। ক্যাম্পাসে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আগাছা, ঝোপঝাড় উৎখাত করা হচ্ছে, যা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা পালন করছে।

এই নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নোবিপ্রবির অন্যতম সমন্বয়ক আব্বাস আলীর সাথে কথা বললে তিনি জানান, “ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বেশকিছু প্রস্তাবনা দিয়েছি, যার মধ্যে জুলাই বিপ্লবের গ্রাফিতি একটি। আমরা আশা করবো ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের জন্য যাবতীয় বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। এই সৌন্দর্য বর্ধন কর্মসূচী শিক্ষার্থীদের আরো ক্যাম্পাসমূখী করবে পাশাপাশি এটি দেশজুড়ে নোবিপ্রবির ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 
error: Content is protected !!