গ্রীণ ভয়েস, ইবির শাখার নতুন দায়িত্বে সভাপতি ইমন ও সাধারণ সম্পাদক মিলন

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

ইবি প্রতিনিধি
সুবংকর রায় (শুভ)

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” এই স্লোগানকে সামনে রেখে “গ্রীণ ভয়েস” ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিলন রানা মুরাদ।

আজক বিকালে গ্রীণ ভয়েসের প্রধান সমন্বয়ক আমলগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানোনা হয়।

অন্যান্য পদপ্রাপ্ত সহ-সভাপতি হাফসা মেহেদিন শ্রাবণী নাহিদ কামাল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তনিমা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইনসানুল ইমাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো সালমান খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার হাফসা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন বিশ্বাস,

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুবংকর রায় (শুভ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিমা খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাইসুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইসমাইল আহমদ তালহা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছে এখলাস উদ্দীন সজল তাসনুভা তাবাচ্ছুম ঐশি মোছা: ফাতেমা ফয়সাল মোল্লা মোছা: রিয়া খাতুন

নব মনোনীত সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে স্লোগানকে ধারণ করে গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে ভবন নির্মাণ করা এবং সবুজায়ন নিশ্চিত করা। বর্তমান প্রশাসনের নিকট আহবান থাকবে কোনো স্থাপনা তৈরীর পূর্বে নির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করে কাজ করা, ক্যাম্পাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাম্পাসের অভ্যন্তরের দোকানগুলোতে সকল ধরনের পলিথিন নিষিদ্ধ করে বিকল্প হিসেবে পাট অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করা।

নব মনোনীত সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ বলেন, গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন ও সবুজীয় শুভেচ্ছা। সবাইকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে গ্রীন ক্যাম্পাসে রূপান্তর করতে চাই।

উল্লেখ্য যে, গ্রীন ভয়েস একটি অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী, পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়াতে ও কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা স্বেচ্ছাসেবী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখছে। এছাড়াও সংগঠনটি সামাজিক কার্যক্রম ও আত্ম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

 
error: Content is protected !!