বেলুন ও ফেস্টুন উড়িয়ে সোনাডাঙ্গা থানা বিএনপি দ্ধি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

মোঃ রবিউল হোসেন খান : খুলনা: বেলুন ও ফেস্টুন উড়িয়ে সোনাডাঙ্গা থানা বিএনপি দ্ধি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় খুলনা জিয়া হল চত্বরে শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি আহবায়ক হাফিজুর রহমান মনির সভাপতিত্বে ও সৈয়দ সাজ্জাদ হাসান পরাগের সঞ্চালনায় সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী, ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।এ সময় তিনি সাংবাদিকদের বলেন,দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।নির্বাচিত সরকার সার্বিক বিষয়ে পদক্ষেপ নেবে।তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার সংস্কার করছে।সরকার নির্বাচন নিয়ে ভাববে।দলের মধ্যে কোন বিভেদ নেই।দল ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু অনুপ্রবেশকারীরা কোন রকম পদ পাবে না। সন্মেলনের উদ্ধোধন করেন মহানগর বিএনপি আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু(খুলনা বিভাগ)। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামিম,মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ সময় সন্মেলনে সোনাডাঙ্গা থানা বিএনপি এবং বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দ্ধি- তীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা গোপন ব্যালটের মাধ্যমে আগামী দু বছরের জন্য সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো: বাপ্পীকে আগামী দু বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।

 
error: Content is protected !!