জয়পুরহাটে সোনার বারসহ যুবক আটক

লেখক:
প্রকাশ: 2 weeks ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জয়পুরহাট।

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৫৮৩.১০ গ্রাম ওজনের ৫টি সোনার বারসহ বাবু ওরফে বাবুল নামে এক যুবককে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলার বাগজানা এলাকা থেকে এসব বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত বাবু মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

জয়পুরহাট মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী একটি যাত্রীবাহী বাসে সোনারবার পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে তাদের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাগজানা এলাকায় বাসটি থামিয়ে তল্লাশী করেন। এসময় বাবু নামে এক যাত্রীর শরীর তল্লাশী করে অভিনব কায়দায় তার পায়ের জুতার ভিতর লুকিয়ে রাখা ৫’পিস সোনারবার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 
error: Content is protected !!