জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ডিসেম্বর)সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্টা বার্ষিকীর সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাজেদুল ইসলাম সাত্তার,প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড,শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন উপস্থিত ছিলেন , সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ গাউছুল আজম শাহীন।জেলা সকল উপজেলার তৃণমূল নেতা কর্মীদের সমবেশ স্থলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেসময়ে তিনি কৃষকের সেচ সুবিধার জন্য খাল কেটে পানির ব্যাবস্থা করে দিয়েছিলেন। যার সুবিধা কৃষকরা এখনো ভোগ করে যাচ্ছে।দেশনেত্রী খালেদা জিয়ার আমলে এক মৌসুমের ফসলের থেকে তিন মৌসুমের ফসলে উৎপাদনে উন্নিত করে ছিলেন,এই সুখি সম্মৃদ্ধ দেশটাকে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসররা হাজার হাজার কোটি টাকার দূর্নীতি করে বিদেশে টাকা পাচার করে দেশটা শূণ্য করে পালিয়েছে। সংস্কারের জন্য বিএনপি পক্ষ হতে ৩১দফা দাবী উত্থাপন করা হয়েছ।এর মধ্যে গুরুত্তপূর্ণ দাবী হলো কৃষি ও কৃষকের উন্নয়ন।
সমাবেশ শেষে এড,শাহ্ ওয়ারেছ আলী মামুন ও কৃষক দলের আহব্বায়ক মাজেদুল ইসলাম সাত্তারের নেতৃত্তে একটি বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে বকুল তলা যেয়ে শেষ হয়।