লোকসানের বোঝা নিয়েই জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

লেখক:
প্রকাশ: 1 week ago

 

লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে আখ মাড়াই শুরু করেছে জামালপুরের জিল বাংলা সুগার মিলস।

জামালপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লি. ১৯৫৮ সনে পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় যমুনা ও ব্রম্মপুত্র নদ বেষ্টিত দেওয়ানগঞ্জ উপজেলায় স্থাপিত হয়। সেসময় এর নাম ছিল জিল পাক সুগার মিলস লি.। বর্তমানে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে অত্র মিলটি পরিচালিত হয়ে আসছে।গত ৬ ডিসেম্বর মিরের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। এসময় উপস্থিত ছিলেন মিলের কর্মকর্তা কর্মচারী, আখচাষিসহ সংশ্লিষ্টরা।

এ অর্থবছরে ৭০ কার্যদিবস খোলা রেখে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া প্রতি মন আখের দাম নির্ধারণ করা হয়েছে ২৪০ মিলটি প্রতিষ্ঠার পর থেকে ৬৬ বার মাড়াই কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে ৪৮ বার লোকশান গুণতে হয় কর্তৃপক্ষকে। আর এই লোকশানের পরিমান বর্তমানে ৬৫৬ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৩৬৫ টাকা।

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

 
error: Content is protected !!