জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এর সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খোরশেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চানু, সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাছুম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়েতী ইসলামীর সমন্বয়ক মুফতি খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাছুম প্রমুখ। এর আগে শহীদদের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।