আহতদের দেখভালের জন্য তদারকি দল গঠনের পরামর্শ এবি পার্টির

লেখক:
প্রকাশ: 4 months ago

ছাত্র-জনতার গণ-আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম দেখভালের জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক তদারকি দল গঠনের পরামর্শ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক ও নেতাদের উদ্দেশে এই পরামর্শ দেওয়া হয়েছে।

আজ শনিবার দলটির একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যায়।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘রাস্তায় ট্রাফিক কার্যক্রম পরিচালনা, রাস্তা পরিষ্কার, বিপ্লবের গ্রাফিতি অঙ্কনের পাশাপাশি আহতদের প্রতি মানবিক দায়িত্ব পালন করতে হবে।’

 
error: Content is protected !!