নগরীতে কেসিসির উদ্যোগে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত

লেখক:
প্রকাশ: 3 days ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা: নগরীতে খুলনা সিটি করপোরেশন ( কেসিসি) উদ্যোগে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্নার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়কের উপর মালামাল রেখে ব্যাবসা পরিচালনার অপরাধে ডাকবাংলা এলাকার প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী মো: শামীমকে ৫ হাজার টাকা,এশিয়া স্টিলের সত্তাধীকারী মো: তৌফিককে ৩ হাজার টাকা,মেসার্স আফনান স্টোরের সত্তাধীকারী মো: বায়েজিদ হোসেনকে ৫ হাজার টাকা, নিউ মুন্না ফার্নিচারের সত্তাধারীকারী মো: সাফায়েত হোসেনকে ৫ হাজার টাকা, সড়কের ওপর চুলা রাখার অপরাধে জিলাপি ব্যবসায়ী মো: সজিব ও মান্নাকে ২ হাজার টাকা করে ৪ টাকা এবং দেবেন বাবু রোডেস্থ মেসার্স মিম এন্টারপ্রাইজ এর সত্তাধীকারী মো: আব্দুল্লাহ আল মাসুদকে সড়কের ওপর পাইপ ও পাম্প রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক নগদ অর্থ আদায় করা হয়।এছাড়া জন ও যান চলাচলের সুবিধার্থে ডাকবাংলা মোড়স্থ ফেরিঘাট মোড় হয়ে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ কেএমপির পুলিশ সদস্যগন অভিযানে অংশ গ্রহণ করেন। জনসার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 
error: Content is protected !!