মো.রবিউল ইসলাম খান,খুলনা : খুলনায় বিদেশি পিস্তল সহ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত ৩ টায় নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হাড্ডি সাগর সোনাডাঙ্গা তৃতীয় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যার্থ হয়।পুলিশ তার কাথ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর নগরীর চানমারী এলাকার ত্রাস আশিক বাহিনীর সদস্য।তার বিরুদ্ধে খুলনা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।