শেরপুরে সি এন জি- বাস মুখোমুখি সংঘর্ষ নিহত-৬

লেখক:
প্রকাশ: 1 week ago

জহুরুল ইসলাম জপি

শেরপুর জেলা প্রতিনিধি

ঢাকা টু শেরপুর মহা সড়কে শেরপুরের ভাতশালা পিটিআই অফিসের সামনে ২৯ ডিসেম্বর বেলা১১ ঘটিকার সময় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়ে সিএনজির ড্রাইভার সহ মোট ৬ জন নিহত হয়। জানা যায় নকলা থেকে যাত্রীবাহি সিএনজিটি শেরপুরে আসতে ছিল এবং রিফাত নামক একটি ড্রিমলেন্ড গাড়ী শেরপুর থেকে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিল। সিএনজি এবং বাস ভাতশালা আসার পর সিএনজির সামনে একটি কুকুর এসে পরে এই কুকুরকে বাচাতে গিয়ে বাস এবং ড্রিমলেন্ড মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫জন নিহত হয় এবং জিনোম হাসপাতালে নেওয়ার পর আরো ১জনের মৃত্যু হয়। নিহতরা হলেন সিএনজির ড্রাইভার মোঃ লোকমান হুসেন( ৪০) পিতাঃ মৃত আঃ সামাদ গ্রামঃকামারিয়া, শেরপুর, মোখলেসুর রহমান (৭৮)ও তার স্ত্রী গ্রামঃআলীনাপাড়া, শেরপুর,মইশা তাসনিম মিম( ২২) গনপদ্দী, নকলা,কামরুজ্জামান বাবু(২২) গনপদ্দী-নকলা। আরও একজন মেয়ে নিহত হয়েছে যার পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে সদর থানার ওসি জুবাইদুল আলম জানান মৃত দেহ গুলোর ময়নাতদন্তের শেষে আমরা যার যার পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করব।

 
error: Content is protected !!