লালমনিরহাটে ইউনিয়ন বিএনপি সভানেত্রীর সংবাদ সম্মেলন

লেখক:
প্রকাশ: 1 week ago

আব্দুস সামাদ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রাম উপজেলার জগতবেড় বিএনপির সভানেত্রী সংবাদ সম্মেলন করছেন।

আজ সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন পরিষদ মাঠে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জগতবেড় ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মোছাঃ শাহিনা পারভীন এর পক্ষে তার স্বামী আছমত আলী বলেন,জগতবেড় ইউপি সদস্য আসাদুজ্জামান মানিক। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহফুজার রহমান মিলন ও যুবদলের আহবায়ক মোঃ শাফিউল ইসলাম এর বিরুদ্ধে কম্বল লুট ও চাঁদাবাজির দাবিতে ইউপি সদস্যদের মারধর ও হামলা হয়েছে বলে সংবাদ সম্মেলন করে যা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আসাদুজ্জামান মানিক ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না এবং বিএনপির সভাপতি ও যুবদলের আহবায়ক ইউনিয়ন পরিষদে প্রবেশ করেননি। ইউনিয়ন পরিষদে কোনরকম বিশৃঙ্খলা হয়নি। আওয়ামী লীগের কুখ্যাত ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কতিপয় সদস্য নিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন ও ব্যারিস্টার হাসান রাজিব প্রধান কে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন করেন। আমরা উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও সংবাদ সম্মেলন করার জন্য আসাদুজ্জামান মানিকের শাস্তির দাবি জানাচ্ছি ।

তারিখ ৩০ ডিসেম্বর ২০২৪ ইং

 
error: Content is protected !!