খুবির উপাচার্যের সাথে কেডিএ চেয়ারম্যানের সাক্ষাৎ,খুলনার উন্নয়নে স্ট্রাকচার প্লান তৈরি ও আন্তবিভাগীয় সমন্বয়ে গুরুতারোপ

লেখক:
প্রকাশ: 3 months ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে আজ ২২ জানুয়ারী সকাল ১১টা ৩০ মিনিটে সৌজন্যে সাক্ষাত করেছেন খুলনা উন্নয়ন কতৃপক্ষ ( কেডিএ) এর নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ( পিএসসি)। এ সময় উপাচার্য তাকে সাগত জানান। কেডিএ নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, খুলনার উন্নয়নে বিশ্ব্যবিদ্যালয় এবং কেডিএ যৌথ ভাবে বিভিন্ন কাজ করার সুযোগ রয়েছে। কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা সবিশেষ ভুমিকা রাখতে পারে। এ সময় উপাচার্য খুলনার উন্নয়নে স্ট্রাকচার প্লান তৈরি, আন্ত:বিভাগীয় সমন্বয়, কেডিএর গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে অ্যাওয়ারনেস প্রগ্রাম চালুর জন্য আহবান জানান। এছাড়াও উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে বিদ্ধমান খাল সমুহ অবমুক্ত করনে কেডিএর সহযোগিতা কামনা করেন। একই সাথে খুলনার উন্নয়নে অতিতের ন্যায় খুলনার প্রত্যাশিত যেকোন বিষয়ে সম্বাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান উপাচার্যকে ক্রেস্ট উপহার দেন।উপাচার্য কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যানকেও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলের ডিন,প্রফেসর ড. মোঃ নুর আলম,ব্যবসায় প্রধান ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কেডিএর সচিব মো: বদিউজ্জামান উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!