শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান গ্রেফতার

লেখক:
প্রকাশ: 3 months ago

আব্দুল হান্নান

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাহজাহানপুর থানার ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানকে আজ বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আটক করা হয়। নুরুজ্জামান আওয়ামী সেচ্ছাসেবকলীগের শাহজাহানপুর উপজেলার সাধারণ সম্পাদক এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ১০ মাস আগে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়। সরকার পতনের পর তিনি ঢাকা খিলক্ষেত এলাকায় আত্মীয়ের বাসায় থাকতেন। ভারতে পালানোর উদ্দেশ্যে এনআইডি কার্ড পরিবর্তনের জন্য একজনের সাথে দেখা করতে জাহাঙ্গীরনগরে আসে নুরুজ্জামান। সেখানে তার অবস্থান টের পায় একদল শিক্ষার্থী। আজ দুপুরে সন্ত্রাসী নুরুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরুদ্ধ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় স্থানীয় আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়ার দিনমজুর মৃত খাজা মিয়ার ছেলে নুরুজ্জামান নুরুর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ১৯৯০ সালের দিকে তিনি শাজাহানপুরের সন্ত্রাসী সাজেদুর রহমান মুন্নার সহযোগী ছিলেন। দরিদ্র পরিবারের সন্তান নুরুর উত্থান ঘটে জমি দখল, মাদক ব্যবসা করে। প্রায় ২০ বছর আগে তিনি শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াত আমির ইয়াসিন আলীর ছেলে শিবির ক্যাডার রুবেলের সহযোগী ছিলেন। জেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতার হাত ধরে স্বেচ্ছাসেবক লীগ মাঝিড়া বন্দর কমিটির সভাপতির দায়িত্ব পান। এরপর তার ব্যক্তিগত উন্নয়নের পালে হাওয়া লাগে। বিপুল বিত্তবৈভবের মালিক হয়ে যান। শাজাহানপুর উপজেলা সদরের মাঝিড়া থেকে বনানী, ফুলতলা, ফুলদীঘি, শাকপালা, নয়মাইল, আড়িয়াবাজার, সাবরুলসহ বিভিন্ন এলাকা নুরু ও তার বাহিনীর কথায় চলত। শাজাহানপুরে হত্যা, অস্ত্রবাজি, জমি দখল, সরকারি কাজে বাধা, মাদক ব্যবসায় ছিল নুরুর একক রাজত্ব। নুরুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, জমি দখল, সরকারি কাজে বাধা, মাদকদ্রব্য আইনে অন্তত ১৭ টি মামলা রয়েছে।

উল্লেখ্য স্বেচ্ছাসেবক লীগের নেতা ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের নেতা হিসেবে দলীয় পরিচয় ব্যাবহার নুরুজ্জামান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ভূমি দস্যুতা, মাদক ব্যবসা এবং চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এলাকার বড় ভাই খ্যাত নুরু।
তার গেফতারের খবরে এলাকায় আনন্দের জোয়ার বইছে।এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 
error: Content is protected !!