দেওয়ানগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

লেখক:
প্রকাশ: 3 months ago

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে কলাকান্দা গ্রামে রাতের আঁধারে 24জানুয়ারি দিবাগত রাতে,মোঃ বুলবুল আলম আশরাফুল এর বাড়ির পাশে চল্লিশ শতাংশ জমির উপর পুকুরে বিষ দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার পরের দিন শুক্রবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে দেখেন পুকুরের পানিতে মরা মাছ ভেসে আছে, অনেকেই এই দৃশ্য দেখে চিল্লা-চিল্লি করলে পরে স্থানীয় লোকজন পুকুরের মালিক বুলবুল আলম আশরাফুল কে খবর দেন।
জানা যায় ভুক্তভোগী বুলবুল আলম আশরাফুল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার ভয়ে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন,এই সুযোগে কে বা কাহারা রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় ।
তবে বুলবুল আলম আশরাফুল সাংবাদিকদের বলেন তার প্রতিবেশী দুদু মিয়া, চাঁন মিয়া, ওমর মাঝি ও তার গংদের সাথে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা,জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং বিভিন্ন সময়ে বুলবুল আলম আশরাফুল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। তবে তিনি ধারণা করছেন পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন , দুদুমিয়া ও তার গংরা নানা সময়ে হুমকি ধামকি দিয়ে তাদের শান্তিতে বস-বাস করতে দেবে না।

তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন ,তা না হলে সেচ পাম্প এর ক্ষতি করবে।
পুকুরের মাছ নষ্ট করবে।

ঘর-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। নানা ধরনের হুমকি ধামকি, ভয়-ভীতি নিয়ে বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
পুকুরে বিষ দেওয়া কে কেন্দ্র করে ২৪ জানুয়ারি শুক্রবার মোঃ বুলবুল আলম আশরাফুল বাদি হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি জানান , তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু 01913064742

 
error: Content is protected !!