কালাইয়ে গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লেখক:
প্রকাশ: 3 months ago

 

 

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার আয়োজন করেন কালাই উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টায় এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী।

কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। কর্মশালায় অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরগণ।

প্রশিক্ষণ প্রদান করেন ডিরেক্টর ম্যানেজার গ্রাম আদালত জয়পুরহাটের রাজিউর রহমান, উপজেলা সমন্বয়ক বাদল চন্দ্র রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।

এ প্রশিক্ষণ ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির বৃহস্পতিবার শেষ,

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এই কর্মশালার লক্ষ্য ছিল গ্রাম আদালত সম্পর্কিত আইন ও বিধিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি এবং স্থানীয় বিচার ব্যবস্থায় তাদের দক্ষতা উন্নত করা।

 
error: Content is protected !!