ট্রাফিক আইন লঙ্ঘনে কেএমপির ট্রাফিক বিভাগের মামলা: যানবাহন আটক।

লেখক:
প্রকাশ: 3 months ago

খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘনে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ( কেএমপি) নগরীতে অবৈধ যানবাহনে বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩১ টি মামলা করেছে কেএমপির ট্রাফিক বিভাগ।ট্রাফিক বিভাগ অভিযানকালে গাড়ি ডাম্পিং ও গাড়ি রেকার করা হয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন অপরাধে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা সহ ১৯ টি গাড়ি আটক করা হয়েছে। গত ৪ অক্টোবর থেকে দুপুর ২ টা থেকে ৫ অক্টোবর দুপুর ২ টা পর্যন্ত কেএমপির ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১টি মামলা ও ১৯ টি যানবাহন আটক করা হয়।খুলনা মহানগর এলাকায় শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

 
error: Content is protected !!