তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর খালিশপুরে বিএনপির সমাবেশে দু,গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুগ্রুপের অন্তত বিশজন নেতাকর্মী আহত হয়েছেন। পিপলস গোল চত্বরে সমাবেশ স্থলে এ ঘটনা ঘটে। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের উপস্থিতিতেই দুগ্রুপের এ সংঘর্ষ হয়। এদিকে এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ জনকে বহিষ্কার করেছে খুলনা মহানগর বিএনপি। খালিশপুর থানার সদস্য সচিব হাবিব বিশ্বাস বলেন, মঞ্চে ওঠা নিয়ে কিছুটা হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।যারা এ ঘটনায় দোষি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিল্টন জানান,নগরীর খালিশপুর থানাধীন ৮ ও ১১ নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, খালিশপুর থানাধীন ১১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ওরফে গুটি বাবু,মাসুদ হোসেন ও ফকির শহিদুল ইসলাম, ১১ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা তারেক রহমান রানা,১১ নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম সপন ও ৮ নং ওয়ার্ড যুবদল নেতা আসলাম সোহেল রনিকে বহিষ্কার করেছে বিএনপি। আট জনকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।