সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ ই নভেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়ের সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪ ও ২০২৫ অর্থবছরে রবি মৌসুমী, সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পিয়াজ, মসুর ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান তিনি রাসায়নিক সার কীটনাশক ঔষধের মাত্রা অতিরিক্ত ব্যবহারের কুফল বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন নিয়মের মধ্যে ওইগুলো ব্যবহার করলে ফসল উৎপাদন বৃদ্ধি এবং ভালো ফসল পাওয়ার সম্ভাবনা রয়েছে, এসব পরামর্শের কথা বলিয়ে বক্তব্য শেষ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র কৃষকদের উদ্দেশ্যে বলেন উত্তম রূপে জমি চাষ করে নিয়ে জমিতে বীজ রোপন করার পরামর্শ দেন এবং সময় মত পরিচর্যা ও সঠিক সময়ে সঠিক নিয়ম অনুযায়ী সার, কীটনাশক ব্যবহারে কথা বলে তিনি সভা সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও শামীমা আক্তার জাহান, কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট মিডিয়া ও মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পৌরসহ উপজেলার পাঁচ ইউনিয়নের মোট ১ হাজার ৮শত জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।