মোঃ রবিউল হোসেন খান :
খুলনা:
সুশাসনের জন্য নাগরিক সুজনের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়। আজ ৭ নভেম্বর সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।এ সময় তিনি বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষা কবচ।এ সময় তিনি রাস্ট্র সংস্কারের মধ্যে দিয়ে সুশাসন প্রতিষ্ঠার আহবান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন।অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি এগুলো থেকে প্রশাসনের সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেরিয়ে এসে জনগনের সেবক হতে বলেন।পাশাপাশি রাস্ট্রের গুরুত্বপূর্ণ যে সকল জায়গা রয়েছে তার সংস্কারের কথা বলেন। তিনি উল্লেখ করেন রাস্ট্রের সংস্কার ছাড়া কোন উন্নয়ন সম্ভব না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্পাদক এ্যাড: কুদরত ই খুদা, জেলা সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু,খালিশপুর থানা সভাপতি সৈয়দ মোসাদ্দেক আলী বাবলু,সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন সহ অন্যান্য সমন্বয়কারী সদস্যবৃন্দ।