বৈষম্য বিরোধী ছাত্রদের “বিনা লাভের দোকান”

লেখক:
প্রকাশ: 2 months ago

 

মোঃ আরাফাত আলী
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন – পত্নীতলা” এর আয়োজনে ‘বিনা লাভের দোকান’ চালু করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৮ নভেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার মার্কেটের সামনে অস্থায়ী এ দোকান উদ্বোধন করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন এবং বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, প্রতিদিন সকাল ৭ টা থেকে ১২ পর্যন্ত চলবে এই দোকান। ওই দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু -৬৫ টাকা ,পটল ৩০ টাকা ,মুলা ২০টাকা, বেগুন ৪৫ টাকা, কাঁচা মরিচ ৯০, প্রতি হালি ডিম ৪৮ টাকায় মিলছে। ক্রেতারা কমমূল্যে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন।

বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন ‘ফ্যাসিস্ট সরকারের আমলে গড়ে উঠা বাজার সিন্ডিকেট ভাঙ্গতে ও নিয়ন্ত্রণে আনতে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য সংগ্রহ করে বিনা লাভে ভোক্তার কাছে (ক্রয়মূল্যে বিক্রয়) পৌঁছে দিতেই আমাদের উদ্যোগ। বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত চলমান থাকবে এই দোকান।’

 
error: Content is protected !!