শেরপুরে সাবেক হুইপ আতিকের বিরুদ্ধে এবার কলেজ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লেখক:
প্রকাশ: 1 month ago

 

জহুরুল ইসলাম জপি (শেরপুর জেলা প্রতিনিধি)

শেরপুরে সাবেক এমপি ও হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে রেজি: পাওয়া এক হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও আলহাজ্ব আব্দুস সাত্তার হাসপাতাল দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কলেজ অধ্যক্ষ ডা. মো. রেজুয়ানুর রহমান বকুল। আজ ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী লিখিত বক্তব্যে জানান, ২০১৩ সালে শেরপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও আলহাজ্ব আব্দুস সাত্তার হাসপাতাল প্রতিষ্ঠিত করে। ওই কলেজে চোখ পড়ে সাবেক এমপি আতিকের তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রিন্সিপাল বকুলকে জামায়াত ঘড়নার ট্যাগ দিয়ে হুমকি প্রদর্শন করেন। এসময় প্রাণ ভয়ে বকুল শেরপুর ছেড়ে দীঘদিন জেলার বাহিরে অবস্থান করেন। সেই সুযোগে ওই কলেজেরই অসাধু কিছু শিক্ষকের যোগসাজসে কলেজটি বন্ধ করে দিয়ে তার নিজ এলাকা ভাতশালায় আতিউর রহমান হোমিওপ্যাথিক কলেজ নামে আরেকটি কলেজ প্রতিষ্ঠা করেন। লিখিত অভিযোগে বকুল আরো জানান, তার কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলকেই ক্ষমতার প্রভাবে তার কলেজে নিয়ে যান। এসময় তিনি সাবেক এই হুইপের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা নিয়োগ বানিজ্যেরও অভিযোগ আনেন। বকুল মাননীয় সাস্থ উপদেষ্টা মহোদয়ের কাছে বলেন আমার বাবার নামে আলহাজ্ব আব্দুস সাত্তার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি ফিরিয়ে দিলে উপকৃত হব।

 
error: Content is protected !!