রিলিজ হলো নাজমুল হুদা নাজিম এর নাটক “অভাগীর সন্তান “

লেখক:
প্রকাশ: 4 months ago

জনপ্রিয় নাট্য পরিচালক নাজমুল হুদা নাজিম এর পরিচালনায় ১৫ আগষ্ট প্রামাণ্য মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে রিলিজ দেওয়া হলো সামাজিক গল্পের একক নাটক অভাগীর সন্তান। নাটকটি রচনা করেছেন রোমেল ইশতিয়াক। গত মাসে নাটকটি রিলিজ হওয়ার কথা থাকলেও ছাত্র আন্দোলন এর কারনে নাটকটি রিলিজ হতে সময় লেগেছে। নাটকটিতে ব্যাগরাউন্ড মিউজিক করেছেন সময়ের ব্যস্ত ও জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ও কম্পজার “মাহফুজ রতন” নাটকটিতে অভিনয় করেছেন রোমেল ইশতিয়াক, ফাইজুর মিল্টন, ইসরাত জাহান, তানহা শ্রাবনী,আশা মজিদ রোজি,নাহিদ ইভা,সাজ্জাদ হোসেন সাজু সহ আরো অনেকে।নাটকটি সম্পাদনা করেছেন মাহমুদ হাসান সুজন। ক্যামেরাই ছিলেন অজয় দাস, মেকআপ, রনি খান।

নাটকটি সুটিং করা হয় ঢাকা মোহাম্মদ পুরের একটি সুটিং হাউজে। নাটকের গল্প সাজানো হয়েছে একটি পারিবারিক টানাপড়েন ও নানান অবক্ষয়ের ঘটনায়, একজন স্বামী হারা মায়ের আর্তনাদের কথা তুলে ধরা হয়েছে গল্পে। পরিচালক নাজমুল হুদা নাজিম তার এই নাটকটি নিয়ে অনেক আশাবাদী। তিনি আরো বলেন সুস্থ ধারার কাজের মধ্যে নিজেকে আজ দুই যুগেরও বেশি সময় পার করেছি, আশারাখছি বাকি দিনগুলোতে সুস্থ ও সুন্দর সামাজিক গল্পের নাটক নিয়ে দর্শক মহলে হাজির হতে পারবো। দর্শকদের উদ্দেশ্য করে তার চাওয়া এই ধরনের নাটক আপনারা দেখুন ও আমাদেরকে ভালো কাজ নির্মাণে উৎসাহিত করুন।

 
error: Content is protected !!