আত্রাইয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 month ago

 

মোঃ আরাফাত আলী
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে আত্রাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মোঃ মাযহারুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আত্রাই। সহকারী শিক্ষা অফিসার মো: তারিকুল ইসলামের সঞ্চালনায় সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনথিয়া হোসেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আত্রাই। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা ছাত্র সমন্বয়ক মো: ফজলে রাব্বি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবু আনাছ, মোঃতোফায়েল আহমেদ, হারুনার রশিদ প্রমুখ।

 
error: Content is protected !!