আনন্দ-উল্লাসে ইবিতে বিজয় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: 1 week ago

 

ইবি প্রতিনিধি
সুবংকর রায় (শুভ)

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এই উপলক্ষে সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিএনসিসি কর্তৃক গার্ড অফ অনার দেওয়া হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইল চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আবাসীর আলম। এছাড়াও উপস্থিত ছিলন সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলনপর্ব শেষে মহান বিজয় দিবস উদযাপনের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নজিবুল হক নেতৃত্বে সকাল ১০:৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনের চত্বর হতে আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলায়’ সমবেত হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পম্ভবক অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নদীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম, এয়াকুব আলী, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিবের পরিচালনায় শহিদ বীর মুক্তিযোদ্ধাদের জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে শিক্ষক বনাম কর্মকর্তাদের মধ্যে প্রীতি ভলিবল ও রশ্মি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী মধ্যে হতে বিজয়ীদের সাথে টেকনিক্যাল সমিতির খেলা এবং ছাত্র হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠত হয়। এছাড়াও ছাত্রী হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।

 
error: Content is protected !!