শুভ, ইবি সংবাদদাতা
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই শীতবস্ত্র বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এসময় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবীর সৌরভ সহ সমন্বয়ক পরিষদের অন্যান্য সদস্যরা।
সমন্বয়ক এস এম সুইট বলেন, বন্যার্তদের ত্রাণ সংগ্রহের সময় আমাদের শুভাকাঙ্ক্ষীরা অন্যান্য জিনিসপত্র ও পুরাতন কাপড়চোপড় গুলো দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন। প্রয়োজন না থাকায় আমরা সমস্ত কাপড় কাজে লাগাতে না পারলেও তখন প্ল্যান ছিল যখন প্রচণ্ড শীত পড়বে তখন শীতার্ত ভাইবোনদের নিকট আমরা সেগুলো পৌঁছে দিব। তারই ধারাবাহিকতায় শ্রমজীবী ভাইবোনদের নিকট শীতবস্ত্র পৌঁছে দিতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অত্যন্ত গর্বিত। স্বল্প পরিসরে হলেও মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।
সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, বন্যার্তদের জন্য যখন কাপড় সংগ্রহ করা হয় তখন অনেক কাপড় সংগ্রহ করা হয়েছিল যেগুলোর প্রয়োজন পড়ে নি। আমরা ভাবছিলাম কাপড়গুলো কীভাবে কাজে লাগানো যায়। সে জায়গা থেকে আমরা কাপড় গুলো বিক্রি করে দিয়ে সমমূল্যের প্রায় অর্ধশতাধিক কম্বল কিনতে পেরেছিলাম। সেই কম্বল গুলোই আজকে ক্যাম্পাস নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক ভাই-বোনদের দেওয়া হয়েছে। যারা কাপড়গুলো দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।
উল্লেখ্য যে, গত আগস্টের শেষে ভারত থেকে আসা উজানের ঢলে আকস্মিক বন্যায় আক্রান্ত হয় দেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলা। সেসময় বন্যার্তদের জন্য ত্রাণ হিসেবে শুকনো খাবার, নগদ অর্থ, ঔষধ, মোমবাতি, স্যালাইন ছাড়াও পুরাতন কাপড় সংগ্রহ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এবার ত্রাণ বিতরণ শেষে উদ্বৃত্ত কাপড় সমূহ বিক্রয় করে সেই অর্থে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।