কালাইয়ে অতিরিক্ত মূল্যে আলুর বীজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

লেখক:
প্রকাশ: 2 months ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই,জয়পুরহাট

জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারে আজ ভোর ৫.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ অভিযানে লাইসেন্সহীন এবং অধিক মূল্যে আলু বীজ বিক্রির সঙ্গে জড়িত কনিকা-আনিকা ট্রেডার্সের মালিক কামরুল হাসান এবং শাহজাহান ট্রেডার্সের মালিক মো. শাহজাহান আলী নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।অভিযানে কামরুল ও শাহজাহানকে ২০০০ টাকা করে জরিমানা করা হয়। এর পাশাপাশি, তারা যেসব গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছিল, সেই অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত টাকা ফেরত প্রদানের বিষয়টি নিশ্চিত করবে উদয়পুর ইউনিয়নের ৩ জন মেম্বার, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসন।

এ ছাড়া, মোসলেমগঞ্জ বাজারসহ অন্যান্য হাট-বাজারে বীজ আলুর মূল্য স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা। তবে, এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের ক্ষতির পরিমাণ কমানো। তাই জরিমানা বেশি করার চেয়ে তাদের সঠিক দামে বীজ দেওয়ার ব্যবস্থা করা এবং যারা অতিরিক্ত টাকা দিয়ে ফেলেছেন, তাদের সোই টাকা ফিরিয়ে দেওয়া নিশ্চিত করা হবে।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আরও জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সকল কার্যক্রম চলমান থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন,আজকের অভিযানে কৃষকদের স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো কৃষকরা যেন সঠিক দামে বীজ পান এবং বাজারে অস্থিতিশীলতা রোধ করা। অভিযান চলমান থাকবে এবং কৃষকদের অধিকার নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 
error: Content is protected !!