কালাইয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 weeks ago

কালাইয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৯ ই ডিসেম্বর ২০২৪সোমবার সকাল ১০ টায় “দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা “এ প্রতিবাদের সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আমিনুল ইসলামের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান তিনি দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বক্তব্যের মাধ্যমে দুর্নীতি না করার জন্য সকল পেশা শ্রেণী মানুষকে সু পরামর্শ দিয়ে কথা বলা শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইফতেকার রহমান। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমদ্দিন, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান( শহিদ) সহ আরো অনেকে।এ সময় সরকারি বিভিন্ন শাখার অফিসারগণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!