কালাইয়ে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 week ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ১০ টায় “এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক ও রাস্তা প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে বার্নাটা রিয়েলিটির সমাপ্ত ঘটে। এরপর ইউএনও মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তারুণ্যের উৎসব জাঁকজমকভাবে পালনের জন্য তিনি সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য শেষ করেন। সরকারি শাখার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীবৃন্দ, জনতার সমন্বয়ক, রাজনৈতিক ব্যক্তিবর্গও সাংবাদিকগণ অত্র বর্ণাঢ্য রালিতে অংশগ্রহণ করেন।

 
error: Content is protected !!