খুলনা সংবাদদাতা : খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিদ্যুতের খুটির তারে ভয়াবহ আগুন লেগেছে। আজ সকাল আনুমানিক সাড়ে ৭ টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে বয়রা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০ মিনিট পর আগুন নিভাতে সক্ষম হয়। এ ঘটনায় খুলনা বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ এ প্রতিবেদকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে আমরা আগুন লাগার খবর পাই।খবর পেয়ে দ্রুত ফায়ার বয়রা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রনে আনেন।তিনি জানান যত্রত্ত্র ভাবে বিদ্যুতের খুটির সাথে ডিস ও ওয়াইফাই ব্রডব্যান্ডের লাইনের তার মেইন লাইনে লেগে সর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সুত্রপাত ঘটে। আগুনে বাংলালিংকের একটি বিল বোর্ড ও বিদ্যুতের খুটির নিচে থাকা টোনের চায়ের দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পাশা থাকা ভিবো ও শওমি মোবাইলের শোরুমের সামনে বিল বোর্ড সম্পুর্ন পুড়ে যায়। তিনি আরো বলেন, আগুনের লেলিহান তিব্র হলেও শিববাড়ি মোড় থেকে ফায়ার সার্ভিস স্টেশন কাছে হওয়ায় ও দ্রুত খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনায় তেমন কোন বড় ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে নিচে টোনের চায়ের দোকানি আয়শা আক্তার বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে আমি খবর পায় আমার দোকানে আগুন লেগেছে এসে দেখি আমার চায়ের দোকান আগুনে সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।