খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই ৩ টি লিথিয়াম আয়ন ব্যাটারী ও চোরাই কাজে বহনকারী একটি ইজিবাইক সহ আটক- ৩ জন।

লেখক:
প্রকাশ: 1 month ago

খুলনা সংবাদদাতা :

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই ৩ টি লিথিয়াম আয়ন ব্যাটারী ও চোরাই কাজে বহনকারী ১ টি ইজিবাইক সহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে খুলনা মহানগর সদর থানাধীন জেলখানা ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।উক্ত অভি্যানে জেলখানা ঘাট এলাকা হতে মো: রুবেল(৩২) মহেশ্বরপাশা,দৌলতপুর, মো: শাকিল(২০) বৈকালী পালপাড়া,খালিশপুর ও মো: রানা হাওলাদার (২৩) বৈকালী পালপাড়া,খালিশপুর খুলনাদের গোপন সংবাদের ভিত্তিতে ৩ টি লিথিয়াম আয়ন ব্যাটারী, ১ টি চোরাই কাজে বহনকারী ইজিবাইক সহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আটক কৃতদের জিজ্ঞাসা করে উদ্ধারকৃত চোরাই মালামালের ঘটনায় জড়িতদের গ্রেফতার অভি্যান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

 
error: Content is protected !!