খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 3 days ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা : খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহরা উপলক্ষ্যে উন্নয়নের জন্য মেরিটাইম ডোমেনে সমন্বয় ও সহযোগীতা বৃদ্ধি করা সমুদ্র সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারী দুপুর বেলায় খুলনাস্থ নৌবাহিনী ঘাটি বানৌজা তিতুমীরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কমান্ডার খুলনা নৌঅঞ্চল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে খুলনা শিপইয়ার্ডের জিএম ক্যাপ্টেন মো: জুলহাস উদ্দিন আহমেদ, মোংলা বন্দর কতৃপক্ষ এর হারবার মাস্টার ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম, কমান্ডার মো: রাশেদুল করিম,অধিনায়ক বিসিজিএস মনসুর আলী,কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান, অধিনায়ক বানৌজা নিশান উপস্থিত ছিলেন। এছাড়া বিআইডব্লিউটিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মিজানুর রহমান ভুইয়া এবং মৎস্য অধিদপ্তর খুলনার সিনিয়র সহকারী পরিচালক, মো: মনিরুল মামুন আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন। এ সেমিনারে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন,মোংলা বন্দর কতৃপক্ষ,কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট সহ খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্রু- ইকোনমির উন্নয়নে একটি সমম্বিত কর্ম পরিকল্পনা প্রনয়নের উপর গুরুত্বারোপ করেন।কমান্ডার খুলনা নৌঅঞ্চল তার উদ্ধোধনী বক্তব্যে ব্রু- ইকোনমি সহ মেরিটাইম সেক্টর সংশ্লিষ্ট সকলকে সচেতনতা ও পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে একসাথে কাজ করার আহবান জানান।

 
error: Content is protected !!