মোঃ রবিউল হোসেন খান : খুলনা: ঘৌড় দৌড় প্রতিযোগিতা গ্রামিন সংস্কৃতির বিশেষ ঐতিহ্য বহন করে।দেশের গ্রামিন ইতিহাস ঐতিহ্য মনে প্রানে ধারন করতে হবে আমাদের। দেশিয় সংস্কৃতি যাতে ক্ষুন্ন না হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মানুষের মনে যখন সুখ শান্তি বিরাজ করে তখন মানুষ খেলাধুলা এবং সংস্কৃতিক অনুষ্ঠানে মন খুলে অংশ গ্রহণ করছে।তিনি বলেন, ক্রিয়া চর্চার মাধ্যমে এ দেশের যুব সম্প্রদায়কে মাদকের করাল গ্রাস থেকে সরিয়ে আনা সম্ভব। এ কারনে বাংলাদেশের প্রতিটি মাঠে ফুটবল,ক্রিকেট,ব্যাডমিন্টন টুর্নামেন্টের পাশাপাশি যাবতীয় ক্রিয়া চর্চা করতে হবে যুবক এবং কিশোরদের।কেননা লেখাপড়ার পাশাপাশি ক্রীয়া চর্চায় মগ্ন থাকলে তাদের মন মানসিকতা উন্নত স্থরে পরিনত হয়।বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিকালে রুপসা উপজেলায় আইচগাতী ইউনিয়নের জে,কে,এস ক্রীড়া সংস্থা আয়োজিত ৪৭তম বার্ষিক ঘৌড় দৌড় প্রতিযোগীতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগীতা দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আইচগাতী ইউনিয়নের পুটিমারি বিলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চল থেকে ২৮ টি ঘোড়া অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম ও দ্ধিতীয় স্থান অধিকার করে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মাদ আলী ও তৃতীয় স্থান অধিকার করে অভয়নগর উপজেলার মো: ইসমাঈল, চতুর্থ স্থান অধিকার করে সাতক্ষীরা জেলা থেকে আসা বাবু ঢালী ও পঞ্চম স্থান অধিকার করে একই উপজেলার ইমরান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু,জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু,মোস্তফা উল বারী লাভলু,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু,সমাজ সেবক মঈন আহম্মেদ জমাদ্দার,উপজেলা বিএনপি সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।ক্রীড়া উৎযাপন কমিটির আহবায়ক সাবেক ইউপি সদস্য শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে সাগত বক্তব্য রাখেন, ক্রীড়া উৎযাপন কমিটির সাবেক সদস্য সচিব সরদার ফরিদ আনোয়ার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুপসা থানা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক চৌধুরী শিহাবুল ইসলাম, যুবদল নেতা আরাফাত হোসেন ডালিম,জেলা,বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি,এম কামরুজ্জামান টুকু সহ আরো অনেকে। ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চল থেকে হাজার,হাজার নারী, পুরুষের সমাগম ঘটে।এর পর জে,কে,এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কন্ঠ শিল্পী মেজবাহ,টিটু ও মৌসুমির গান শুনে জনতা মুগ্ধ হন।