মোঃ রবিউল হোসেন খান : খুলনা:
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্ধোধন করা হয়েছে। আজ ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, আমাদের আজকের এ আয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরন করে। বিগত ফ্যাসিস সরকার টানা ১৫ বছরের অধিক সময় ক্ষমতায় থেকে যুব সমাজ ও ছাত্রদের খেলাধুলা থেকে সরিয়ে ফেলে।ছাত্র ও যুব সমাজের হাতে ব্যাট বল তুলে না দিয়ে মাদক তুলে দিয়েছিল।দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে মাদকের অভায়রন্যে পরিনত করেছিল। ছাত্র ও যুব সমাজকে ধংসের দ্ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ১৫ বছরের জঞ্জাল সরিয়ে ছাত্র ও যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। তবে দেশ ও জাতির মঙ্গল হবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু,সদস্য সচিব দেবব্রত পাল,সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহেরাব হোসেন অপি,মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। উদ্ধোধনী খেলা লাল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় লাল দলকে সবুজ দল ১৫ রানে পরাজিত করে। পরে বিজয়ী সবুজ দলকে প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।উল্লেখ্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দেশের ১০ টি বিভাগে অনুষ্ঠিত হবে বলে গেছে।