মোঃ রবিউল হোসেন খান :
খুলনা:
তামাসা দেখার জন্য জনগন এই মসনদে আপনাদের বসায় নী। চেয়ার পেয়েছ আর তামাসা করছো এ চলবে না। জনগনের প্রত্যাশা ছিল এই ৫৩ বছরে যারা আমাদের বারবার ধোকা দিয়ে বোকা বানিয়ে,মাথায় নুন রেখে বরই খাওয়ার প্রবনতা দেখিয়েছে।এই পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশ হবে কল্যান রাস্ট্র,সুন্দর রাস্ট্র এবং বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়ে থাকা সন্মানের রাস্ট্র।এখন ইসলামী দল গুলোর একটি ক্ষেত্র তৈরি হয়েছে।তাই বিগত দিনে যারা পরিক্ষিত খুনি,সার্থাম্মেসি দুর্নীতিবাজ তাদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না,ক্ষমতায় দিতেও চাই না।মাঠে যুদ্ধ চলছে।আপনাদের সজাক থাকতে হবে।আল্লাহ বলেছেন জিহাদ করো করার মত।তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।কিন্তু এখনো পর্যন্ত আমাদের দল থেকে একজন এমপি নির্বাচিত হয়ে মসনদে যায় নাই।এর অর্থ কি আমরা দুর্বল।বিগত দিনে যারা এসেছে তারা আমাদের সাথে নিয়ে ধোকা ও বোকা, বোঝা বানিয়ে ক্ষমতায় গিয়ে টুনটুন বাজিয়েছেন। আমাদের অনেক ইসলামী দল গুলোকে বোকা বানিয়ে সাথে নিয়ে সিড়ি বানিয়ে মদের লাইসেন্স আইন পাশ করিয়ে দেওয়া হয়।কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে আইন করা হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার ওদের ধোকা, গুম,টাকা পাচারের সহযোগী হতে চায় না।লেজুড় ভিত্তিক পরগাছা হতে চাই না।কারন এদেশ আমার,জনগন আমার,এদেশ সাধীন করেছে আমার ভায়েরা।এটা শাহজালালের জন্মভুমি,শাহপরানের জন্মভুমি,খানজাহানআলীর জন্মভুমি।এদেশ নাস্তিকরা ধংস করবে আর মুসলমানরা থেমে থাকবে তা হতে পারে না। ২৪ সালের ৭ জানুয়ারী আমাকে বিরোধী দলের নেতা হবার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু উনি চিনতে ভুল করেছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ দুএকটা এমপি মন্ত্রী সন্মানের জন্য সম্পদের জন্য রাজনীতি করে না।তিনি অন্তবর্তি সরকারকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কারা,কোথা থেকে এসেছ,তোমরাত মাঠে ছিলা না।হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এখোনো মগ্ধোর শব্দ কান থেকে যায় না।এদেশের ছাত্র জনতা আন্দোলন করে একারনে আপনাদের মসনদে পাঠাই নাই।ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ ১৮ নভেম্বর বিকাল ২ টায় খুলনা মহানগরী ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবার কালে এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আমীর হাফেজ মাওলানা আবুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহম্মদ,মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব মো: আমিনুর ইসলাম।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শোয়াইব হোসেন,নুরুল বশর আজিজী,মুফতি গোলামুর রহমান,মুফতি মানসুর আহমাদ সাকী,অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান,মাওলানা শেখ আব্দুল্লাহ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।