পাঁচবিবি সীমান্তে ফেন্সিডিল সহ ৩জন আটক

লেখক:
প্রকাশ: 4 months ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

বৃহস্প্রতিবার (২ জানুয়ারী) রাতে কড়িয়া বিওপি কমান্ডার নায়েক আব্দুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কড়িয়া সীমান্তের ২৭৮ মেইন পিলার হতে ১.৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে বড় কড়িয়া নামকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা করে।

আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেনের পুত্র মোঃ জাকিরুল ইসলাম(৩৫), শামসুল ইসলামের পুত্র মোঃ রাজু আহমেদ(২৮), ও (৩) মোঃ মিনহাজ হোসেন(২৪)।
পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

 
error: Content is protected !!