বকশীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 days ago

 

জামালপুরের বকশীগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন প্রতিযোগিতা উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপাভাইজার শ্যামল কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৬ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এছাড়াও সাঁতার প্রতিযোগিতা ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

 
error: Content is protected !!