বন্যাকবলিত এলাকা থেকে ২৩০০ জনকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী

লেখক:
প্রকাশ: 4 months ago

দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সশস্ত্র বাহিনী। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ৩০০ জনকে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৩৯৪ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সাতটি অস্থায়ী চিকিৎসা দলের মাধ্যমে ৮৬৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে আজ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেনীর দাগনভূঞায় বন্যাকবলিত ৫৫০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

 
error: Content is protected !!