বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:ইউনুছ মিয়া খন্দকার এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: 2 months ago

সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী প্রতিনিধিঃ)

রায়পুরায় উপজেলা দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া খন্দকার এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (০৩ নভেম্বর) দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতারা।

এসময় বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক শিকদারের সভাপতিত্বে, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ রাশেদ ও প্রভাষক গোষ্ঠ লাল দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা যুবদল সভাপতি মহাসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফায়জুর রহমান, নরসিংদী জেলা বিএনপি’র সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরি, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সাবেক সাধারন সম্পাদক ও মুছাপুর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান হাজী খন্দকার হারুন অর রশিদ, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ জেলা ও উপজেলার বিএনপির অন্যান্য নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্বাঞ্জাপনে দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল ভূইয়া।

 
error: Content is protected !!