জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের মানসিক সচেতনতা ক্যাম্পেইন লেট’স টক এবাউট মেন্টাল হেলথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ মন্তব্য করেন।
১৬ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের ১১৭ নম্বর কক্ষে ওয়ালটন বাংলাদেশের পক্ষ থেকে এ সেমিনার আয়োজন কর হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বৈষম্যমুক্ত ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। যেখানে একজন ত্রুটিপূর্ণ মানুষকে আঘাত করা হবে না, বরং তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তার কাজের জন্য তাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিতে হবে- এটাই ২০২৪ এর চেতনা। আমরা দেখেছি যারা সাহায্য পাওয়ার কথা তারা পাচ্ছে না। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন হয়নি বলেই ২৪ এসেছে। আমরা এর সঠিক বাস্তবায়ন চাই৷
অনুষ্ঠানে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের হেড অব প্রোগ্রাম ইমদাদুল হকের সঞ্চালনায় অভিনেতা আজিজুল হাকিম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের শহিদ ও আহতদের স্মরণ করে দোয়া ও সুস্থতা কামনা করছি। ২৪ এর এ গণঅভ্যুত্থানে অনেক শিক্ষার্থী মানসিক ট্রমার মধ্যে পড়েছেন। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য এ ধরনের সেমিনার আয়োজন করায় ওয়ালটনকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক মাকসুদ উন নবি বলেন, সাংবাদিকদের বিভিন্ন ধরনের চাপের মধ্যে দিয়ে যেতে হয়। গত দেড় দশক ধরে বিরোধী দলগুলো বিক্ষিপ্তভাবে ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জুলাই-আগস্টে সম্মিলিত আন্দোলনে অনেকে জীবন দিয়েছে; অনেকের অঙ্গহানিও হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। সামনের দিনগুলোতে সুন্দর বাংলাদেশ গড়ায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, ছাত্র আন্দোলন যুগে যুগে ন্যায়ের পক্ষে হয়েছে এবং সফল হয়েছে। ওয়ালটন যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে যোগদান করা উচিত। আমরা ওয়ালটনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন করতে আগ্রহী।
সেমিনার উপলক্ষ্যে ওয়ালটনের ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শনের জন্য রাখা হয় এবং অতিথিরা ঘুরে ঘুরে দেখেন।
#….