রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

লেখক:
প্রকাশ: 12 hours ago

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কদমতলার মোড়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা ভবনের উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার মহোদয় ভবনটি পরিদর্শন করেন এবং থানার অফিসার ও ফোর্সেদের ব্রিফিং প্রদান করেন যেন থানায় আগত জনসাধারণের সেবা প্রদানে আন্তরিক এবং দ্রুত সেবা প্রদান করে তাদের আস্থা অর্জন করতে পারেন ।

উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে রাজপাড়া থানার সেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা করে ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

 
error: Content is protected !!